সংবাদদাতা, জয়পুরহাট: জয়পুরহাটে গোপনে স্কুলছাত্রীর গোসলের ভিডিও ধারণ করার অপরাধে শাকিব হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে জামালগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত শাকিব হোসেন জয়পুরহাট সদর উপজেলার শাহাপুর পশ্চিম পাড়া গ্রামের ফরিদ আহম্মেদের ছেলে।
ওসি আলমগীর জাহান জানান, গ্রেফতারকৃত সাকিব স্কুলছাত্রীর নিজ বাড়ির বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে গোসলের অর্ধ নগ্ন ছবি ভিডিও ধারণ করছিল। ভিডিও ধারণের সময় স্কুলছাত্রী দেখতে পান। পরে ছাত্রীটির চিৎকারে সাকিব পালিয়ে যান। এরপর নানা সময়ে বিভিন্নভাবে ভিডিও ধারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত সাকিব। পরে ঘটনাটি জানাজানি হলে ওই স্কুল ছাত্রীটির পিতা বাদী হয়ে শাকিল হোসেনের নামে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরই পুলিশ শাকিব হোসেনকে গ্রেফতার করে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।