300X70
বুধবার , ১০ নভেম্বর ২০২১ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১০, ২০২১ ১:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত দুই মাসব্যাপী ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত এবারের প্রদর্শনীটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে উৎসর্গ করা হবে।

মুজিব শতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে উক্ত প্রদর্শনীতে বিশ্বের ১০০টি দেশের অংশগ্রহণের লক্ষ্যমাত্রা নিয়ে প্রদর্শনীর প্রস্তুতিমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় প্রদর্শনী আয়োজনের লক্ষ্যে ঘটিত জাতীয় কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ নভেম্বর বেলা ১১টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর, উৎসবের প্রধান সমন্বয়ক একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, শিল্পী আবুল বারক আলভী, শিল্পী হামিদুজ্জামান খান, শিল্পী নিসার হোসেন, শিল্পী ড. ফরিদা জামান, শিল্পসমালোচক মঈনুদ্দিন খালেদ, শিল্পী জামাল উদ্দিন আহমেদ, স্থপতি ড. আবু সাইদ এম আহমেদ, শিল্পী মনিরুজ্জামান এবং অন্যান্য বরেণ্য শিল্পীরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে অংশগ্রহণের নিমিত্ত বাংলাদেশসহ ১০০টিরও অধিক দেশের প্রতিশ্রুতিশীল ও খ্যাতনামা শিল্পীরা ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন। তন্মধ্যে 683 জন বাংলাদেশি শিল্পী এবং ১১৮টি দেশের ৪০৮জন শিল্পী নিবন্ধন করেছেন।

১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ 2020 শুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য একটি জাতীয় কমিটি, একটি বাস্তবায়ন কমিটি এবং ২৭টি উপকমিটি গঠন করা হয়েছে। গঠিত উপকমিটি সমূহ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

ইতিমধ্যে প্রদর্শনীতে বিদেশি শিল্পীদের অংশগ্রহণের জন্য বিশ্বের ১২৫ দেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বরাবর, ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত বরাবর এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসসমূহের সম্মানিত রাষ্ট্রদূত বরাবর আমন্ত্রণপত্র প্রেরণ করা হয়েছে। এছাড়াও চারুকলা বিষয়ক আন্তর্জাতিক ইংরেজী ম্যাগাজিন ফ্রিজ ও এ্যাসথেটিকায় ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ২০২০ এর বিজ্ঞাপণ ছাপানো হয়েছে।

 

“দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ”, ১৯৮১ সাল থেকে চার দশক ধরে ধারাবাহিকভাবে আয়োজনকৃত এশিয়া মহাদেশের প্রাচীনতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চারুকলা উৎসব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি গর্বের সাথে এই আন্তর্জাতিক চারুকলা উৎসবের আয়োজন করে আসছে।

মূলত সমকালীন শিল্পকলাকে প্রদর্শনীর মাধ্যমে শিল্পপ্রেমী দর্শক ও সংগ্রাহকদের নিকট সুপরিচিত করে তোলার লক্ষ্যে দ্বিবার্ষিক ভিত্তিতে এই আন্তর্জাতিক চারুকলা উৎসবের আয়োজন করা হয়ে থাকে।

“দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ” এ দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক শিল্পকর্মসমূহ যেমন – চিত্রকলা, ছাপচিত্র, আলোকচিত্র, ভাস্কর্য, স্থাপনাশিল্প ও নতুন মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শিত হয়ে থাকে।

দেশি-বিদেশি চারুশিল্পীগণ এই সকল শিল্পকর্মের মাধ্যমে তাঁদের সমকালীন চিন্তা-ভাবনাকে দর্শকদের সামনে তুলে ধরেন। প্রদর্শনী উপলক্ষ্যে দেশি-বিদেশি শিল্পী, শিল্পসমালোচক, জুরি, পর্যবেক্ষকদের অংশগ্রহণে একটি নির্দিষ্ট থিম নিয়ে দুইদিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়।

এবারের সেমিনারের বিষয় নির্ধারন করা হয়েছে Home and Displacement. প্রদর্শনী উপলক্ষ্যে দেশি-বিদেশি চারুশিল্পীদেরকে প্রদর্শনীর বিভিন্ন আয়োজনের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে আতিথেয়তা জানিয়ে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়।

আয়োজনসমূহের মধ্যে রয়েছে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান, আন্তর্জাতিক সেমিনার, নৌভ্রমণ, বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন, আর্টিস্ট ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ প্রভৃতি যেখানে অংশগ্রহণ করে বিদেশি অতিথিগণ আতিথেয়তায় মুগ্ধ হন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

কনকর্ডের নির্মাণাধীন ভবনে মশার লার্ভা : অর্ধ লক্ষ টাকা জরিমানা

করোনায় বিশ্বে আরও ৮০৩ জনের মৃত্যু

সেই পদ্মা ও সেতুর নাম পরিবর্তন করেছে পরিবার

প্রত্যেক সেক্টরে গবেষণার জন্য আলাদা ফান্ড থাকতে হবে বললেন প্রধানমন্ত্রী

বিএনপির কর্মসূচি ঘিরে ‘সতর্ক অবস্থানে’ আওয়ামী লীগ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি পদ্ধতি বাতিলের দাবি বিপিপিইএ’র

 ভার্চুয়ালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

করোনায় মৃত্যু ৫৬ লাখ ছাড়িয়েছে

লংকাবাংলা ফাইন্যান্সের “মাস্টারকার্ড কন্টাক্টলেস ও “মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস বিভাগে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন

ডিপিএস এসটিএস শেফ মিনিস্টারের গালা ইভেন্টে বিজয়ীদের নাম ঘোষণা

ব্রেকিং নিউজ :