নিজস্ব প্রতিবেদক , বাঙলা প্রতিদিন: ডিজিটাল বাংলাদেশ করা হয়েছে বলেই করোনাকালে কোনো কাজ থেমে থাকেনি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আমাদের টার্গেট ২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট, সমাজ হবে স্মার্ট সোসাইটি।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের চারটি মৌলিক স্তম্ভ। এক, স্মার্ট সিটিজেন। প্রতিটি নাগরিক (সিটিজেন) প্রযুক্তি ব্যবহারে হবে দক্ষ এবং উপযোগী। দুই, স্মার্ট ইকোনমি। আমাদের অর্থনীতির সব লেনদেন ও ব্যবহার হবে প্রযুক্তি নির্ভর। তিন, স্মার্ট গভর্নমেন্ট। সরকারি সব সুযোগ সুবিধা ও কর্মকাণ্ড হবে প্রযুক্তর নির্ভর, প্রযুক্তির ব্যবহার হবে সর্বত্র। এবং সবশেষ স্মার্ট সোসাইটি। আমাদের পুরো সমাজটাই হবে প্রযুক্তি বান্ধব।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী হবার পর কম্পোলসারি করে দিলাম প্রত্যেকটা ফাইল কম্পিউটারে লিপিবদ্ধ করে রাখতে হবে। কিন্তু তখন সেই শিক্ষাটাও ছিল না। কাজেই ট্রেনিংয়ের ব্যবস্থা এবং যা কিছু তখন থেকেই শুরু করি। তবে এর পেছনে কারণ আছে, কম্পিউটার আমি শিখলাম কোথা থেকে আমার তো শেখার কথা না, নেহাত বাংলার ছাত্রী। কিন্তু সজীব ওয়াজেদ জয়, সে যখন নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে পড়তো তার কম্পিউটার সম্পর্কে জ্ঞান ছিল। তাই কম্পিউটার সম্পর্কে আমার যতটুকু জ্ঞান তা সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকেই আমি পেয়েছি। এটাই হলো বাস্তবতা।