নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আগামীকাল বৃহস্পতিবার ৩রা নভেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে জেল হত্যা দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক শিল্পমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিক আমির হোসেন আমু এম.পি.।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি.। এছাড়া সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিমিন হোসেন রিমি এম.পি, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ।