ঘাসফুল ও লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের প্রতিষ্ঠাতার স্মরণ
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও সংস্কৃতিতে আকর্ষণ বাড়াতে হবে। ঘাসফুল প্রতিষ্ঠাতা পরাণ রহমানের অসমাপ্ত কাজ সম্পদান করতে হবে আমাদের । পরিবার থেকে শিশুদের উৎসাহ দিতে হবে । অদ্য ১৬ ফেব্রুযারি সকাল ১০টায় নগরীর পশ্চিম মাদারবাড়ীস্থ ঘাসফুল পরাণ রহমান স্কুল ও ১৫ ফেব্রুযারি পূর্ব মাদারবাড়ী সেবক কলোনীস্থ ঘাসফুল শিশু বিকাশ কেন্দ্রে সামাজিক উন্নয়নের পথিকৃৎ ঘাসফুল ও লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট এর প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিলে বক্তরা এসব কথা বলেন। ঘাসফুল এডুকেশন কর্মসূচির সমন্বয়কারী সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাসফুলের সহকারী পরিচালক সাদিয়া রহমান। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে ভ্যাসলিন ও লাক্স সাবান বিতরণ করা হয়। উল্লেখ ভ্যাসলিন ও লাক্স সাবান লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট এর সহযোগিতায় ইউনলিভার বাংলাদেশ এর সৌজন্যে প্রাপ্ত। এ সময় আরো উপস্থিত ছিলেন ঘাসফুল পরাণ রহমান স্কুলের শিক্ষকবৃন্দ, বিকাশ কেন্দ্রের সহায়িকা ও অভিভাবকবৃন্দ।