অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ব্র্যাক ব্যাংকের রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইনের এপ্রিল মাসে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণ করে ১ম স্থান অর্জনকারী মীরসরাইয়ের বারৈয়ারহাট এজেন্ট ব্যাংকিং আউটলেটের গ্রাহক জনাব মঞ্জুরুল ইসলাম। এই ক্যাম্পেইনের আওতায় প্রথম পুরস্কার হিসাবে তিনি পেয়েছেন এয়ার কন্ডিশনার।
ব্র্যাক ব্যাংক রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইন-২০২৩ এর আওতায় বিদেশ থেকে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে সরাসরি রেমিট্যান্স এর অর্থ জমা হলে, এপ্রিল-জুন ২০২৩ এ সময়ে প্রতি মাসে বিজয়ী রেমিট্যান্স গ্রহীতারা পাচ্ছেন মোটরসাইকেল, এসি, ফ্রিজ ও ল্যাপটপসহ বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার।
১৩ জুন ২০২৩ উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং জনাব শাহরিয়ার জামিল, হেড অব এজেন্ট ব্যাংকিং জনাব মোঃ নাজমুল হাসান, এজেন্ট ব্যাংকিং চট্টগ্রাম ডিভিশনের রিজিওনাল কো-অর্ডিনেটর জনাব কামরুল হাসান, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, ব্র্যাক ব্যাংক-এর সীতাকুণ্ড ব্রাঞ্চের ম্যানেজার আনিসুর রহমান, এজেন্ট ব্যাংকিং চট্টগ্রাম রিজিওনের টিম লিড কফিল উদ্দিন সহ রেমিট্যান্স সুবিধাভোগী গ্রাহকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক রেমিট্যান্স এর গুরুত্ব তুলে ধরেন। এছাড়া রেমিট্যান্স সুবিধাভোগী ও বিভিন্ন পর্যায়ের গ্রাহকগণ দেশে বৈধ উপায়ে আগত বৈদেশিক রেমিট্যান্স সেবার গতি বৃদ্ধি, মান উন্নয়ন ও ব্যাংক সমূহকে আরও বেশি গ্রাহকবান্ধব হবার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।