বাঙলা প্রতিদিন ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। একই সময়ে আরও ৮৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ৫১৬ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৮ হাজার ৪৪৩ জন, তাদের মধ্যে জুলাই মাসের প্রথম ২০ দিনে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫৬৯ জন।
উল্লেখ্য, গত বছর ৬২ হাজার ৩৮২ জনের ডেঙ্গু ধরা পড়ে। তার মধ্যে ২৮১ জনের মৃত্যু হয়। আক্রান্তদের মধ্যে ২৩ হাজার ১৬২ জন ঢাকার বাইরের ছিলেন।