পাবনা প্রতিনিধি: বকুল শেখ (৪১) নামে এক ইউপি সদ্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় পাবনা শহরের অনন্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে ৷ নিহত বকুল জেলা সদরের দোগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭নং ওয়ার্ড সদস্য ও সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি শহরের দক্ষিণ রামচন্দ্রপুরের দুলাল শেখের ছেলে।
নিহতের দলীয় পরিচয় নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আইনজীবী আবদুল আহাদ বলেন, অনন্ত বাজার মোড়ে একটি চক্র বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করত। তিন দিন আগে বকুল শেখ সে চাঁদাবাজি বন্ধ করে দেন। এর জের ধরেই তাঁকে কুপিয়ে ও গুলি
করে হত্যা করা হয়েছে বলে তাঁদের ধারণা।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বকুল শেখ অনন্ত বাজার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় ছয় থেকে সাতজনের একদল দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে এলোপাতাড়ি কোপায় ও গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তার এর জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দোগাছি ইউপির চেয়ারম্যান আলী হাসান বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজেরা প্রকাশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। একজন ইউপি সদস্যকে এভাবে হত্যা মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন৷