জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘উইমেন ইকোনমিক ফোরাম’ থেকে ‘উইকি অ্যাওয়ার্ড ২০২১ ফর উইমেন অফ দ্যা ডিকেড ইন পাবলিক লাইফ এন্ড লিডারশিপ’ পুরস্কার পেয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার (৬ জানুয়ারি) তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
নারী উন্নয়নে দীর্ঘদিন কাজ করার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডব্লিউআইসিসি) প্রতিষ্ঠাতা সভাপতি ড. হারবিন আরোরা স্বাক্ষরিত চিঠির মাধ্যমে স্পিকারকে এ পুরস্কারে ভূষিত করার বিষয়ে জানানো হয়।
ডব্লিউআইসিসি ১২০টি দেশের প্রায় আড়াই লাখ নারী সদস্যদের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে শিল্প উদ্যোক্তা ও নারী নেতৃত্ব গঠন তথা নারীর ক্ষমতায়নে মানবহিতৈষী মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, বিগত বছরগুলোতে মাল্টার প্রেসিডেন্ট মারি লুইস কোলেইরো প্রেসা, কোস্টারিকার প্রেসিডেন্ট লরা সিনসিলা মিরান্ডা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রমুখকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।