নিজস্ব প্রতিবেদক : শহীদ বুদ্ধিজীবী সিরাজউদ্দীন হোসেনের পুত্র সাংবাদিক শাহীন রেজা নূরের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
শনিবার কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে ক্যান্সারের সাথে যুদ্ধরত ৬৬ বছর বয়সের এই শহীদ-সন্তানের ইন্তেকালের সংবাদে তথ্যমন্ত্রী ড. হাছান তার শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যমন্ত্রী তার বার্তায় বলেন, সাংবাদিকতা, যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনে সক্রিয় সাক্ষ্যদান ও ‘প্রজন্ম একাত্তর’ গড়ে তোলায় শাহীন রেজা নূরের নেতৃত্ব স্মরণীয় হয়ে থাকবে।