বাহিরের দেশ ডেস্ক : সারাবিশ্বজুড়ে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের টিকা নেওয়া শুরু হয়েছে বেশ কিছু দিন আগে। ফলে অনেকটা কমেছে আক্রান্ত ও মৃত্যুর হাড়। তবে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় মাস্ক পড়া বাধ্যতামুলক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সাথে বাংলাদেশও আগের তুলনায় কমেছে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা।
সবশেষ বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে ৮ কোটি ৯৫ লাখ ৩৮ হাজার ২০৭ জন।
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার ৪০ জন। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ২৯ হাজার ৩০৫ জনে।
করোনা আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য জানা যায়।
এদিকে, সর্বোচ্চ করোনায় আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৫ লাখ ২৩ হাজার ৮২ জন এখন পর্যন্ত মারা গেছেন। এই পর্যন্ত ২ কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৯১২ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৭৯৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫২ হাজার ৯৮৮ জনের। তবে মৃত্যু বিবেচনায় মেক্সিকোর অবস্থান তৃতীয়।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ অবস্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ৭৯ হাজার ৯৪ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৯৭০ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।