নিজস্ব প্রতিবেদক : দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও বরেণ্য সাংবাদিক আতিকুল্লাহ খান মাসুদের মৃত্যুতে
গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও বরেণ্য সাংবাদিক আতিকুল্লাহ খান মাসুদ আজ ভোর ৫:৩০ টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।