নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর আভিযানিক দল।
আজ মঙ্গলবার (১১ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে র্যাব- ১০ একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে রনি মোল্লা (৩২) ও হিরা ।
এ সময় তার নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ১ টি সুইজ গিয়ার ছুরি, ১ টি চাকুু, ১ টি ব্লেড, ২টি মোবাইল, ১টি সোনার আংটি ও নগদ- ৬০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত দক্ষিন কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা রুজু করা হয়েছে।