ভোলা প্রতিনিধি:
ভোলায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও কোরবানির মাংস বিতরণ করেছে কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে ভোলা ইলিশা সড়কে বুধবার দুপুরে দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।
আর্থিক সমস্যার কারণে অনেক অসহায় ব্যক্তি কোরবানি দিতে পারেন না। তাদের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশন।
উপহারসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১ কেজি পোলাওয়ের চাল ও ২ কেজি করে গরুর মাংস।
ফাউন্ডেশনের পক্ষ থেকে গত বছরও কোরবানি করে হতদরিদ্র মানুষের মাঝে ৫টি গরুর মাংস বিতরণ করা হয়েছিল। এর আগে শীতকালে শীতবস্ত্র বিতরণ, লকউানের সময় অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেয়া হয়।