অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগস্ট মাসে করোনাকালে আয় বঞ্চিত দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে জনতা ব্যাংক।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের সামনে জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রত্ত ব্যাংকটির ব্যস্থাপনা পরিচালক আবদুস ছালাম আজাদ।
এই সময়ে ৫০০ পরিবারের মাঝে চাল, তেল, পিয়াজ, লবনসহ নিত্য প্রয়োজনীয় জিনিস দেয়া হয় বলে জনতা ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
আবদুস সালাম আজাদ বলেন দু:সথ ও অসহায় মানুষের পাশে দাড়াতে এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর আদর্শকে লালন করে তা বাস্তবায়নে বদ্ধ পরিকর জনতা ব্যাংক।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দেশ আজ অর্থনীতিতে বিশ্ব সমাদৃত। সরকারের দৃর নেতৃত্বে করোনাকালীন সময়ে দেশের একটি মানুষও না খেয়ে নাই। জনতা ব্যাংক সব সময়ই আরত মানুষের পাশে দারাবোর ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে।
জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের সাধারন সম্পাদক আনিছুর রহমান ও জনতা ব্যাংক ভবনের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান।