বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় দেশের সর্ব বৃহত্তর মাল্টা বাগান সহ তিনটি মাল্টা বাগান পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ বিভাগের মহা পরিচালক আসাদুল্লাহ। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে তিনি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের টেকরাপাড়ায় সৈয়দ মাহফুজুর রহমান সেলিমের দেশের সর্ব বৃহত্তর ৬০ বিঘার মাল্টা বাগান, বোদা পৌর এলাকার প্রামানিক পাড়ায় সফল মাল্টা চাষী সাবেক উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম ও চন্দবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়ায় আসাদুজ্জামান রিপনের মাল্টাবাগান পরিদর্শন করেন।
এসময় তার সাথে অতিরিক্ত পরিচালক ড.মাহবুবুর রহমান,লেবু চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহমেদ,উপ-পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান ও বোদা উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ে বানিজ্যিক ভাবে মাল্টা চাষ শুরু হয়েছে। মাল্টা বাগান করে অনেকে লাভবান হচ্ছেন। কৃষি বিভাগ জানিয়েছে পঞ্চগড়ের বোদায় দেশের সর্ব বৃহত্ত মাল্টা বাগান স্থাপিত হয়েছে। সৈয়দ মাহফুজুর রহমান সেলিম নামের এক ব্যক্তি ৬০ বিঘার জমিতে মাল্টা বাগান করেছেন। এই মাল্টা বাগানটি দেশের সর্ব বৃহত্ত মাল্টা বাগান।