গাজীপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার পাওয়ায় গাজীপুরের মেয়র অ্যাডভােকেট জাহাঙ্গীর আলম অভিনন্দন জানিয়ে আনন্দমিছিল করেছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাের্ডবাজারে প্রথমে মিছিল ও পরে সমাবেশ করেন তিনি। এ সময় নগরীর ৫৭টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও সহযােগী সংগঠনের নেতাকর্মীরা।
জমায়েত হয় বাের্ড বাজারে। মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলম ছাড়াও সাবেক এমপি বীর মুক্তিযােদ্ধা কাজী মােজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা এসএম মােকসেদ আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় জাহাঙ্গীর আলম বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন করতে পদ্মা সেতু, মেট্রোরেল ও বিভিন্ন মেগা প্রজেক্টসহ সারা দেশে আজ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড চলছে। আমাদের দেশকে উন্নয়ন-অগ্রগতির শীর্ষে নিয়ে যাবার কারণেই দেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে টেকসই উন্নয়নের জন্য। আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে পুরস্কৃত করা হয়েছে।
তিনি আরাে বলেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে জনগণকে সঙ্গে নিয়ে তাদের মােকাবিলা করা হবে। তারা অনেককেই ভুল বুঝিয়েছে, মিথ্যা আইডি দিয়ে ফেসবুক খুলে আমাকে ও আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের জন্য জীবন দিতে প্রস্তুত। বঙ্গবন্ধু আমাদের এ জন্মভূমি উপহার দিয়েছেন। আমি তার ছবি দেখে, কথা শুনে বাবা-মা যখন কথা বলতে শিখিয়েছেন তখন থেকেই বঙ্গবন্ধুকে ভালােবাসতে শিখেছি। বঙ্গবন্ধুর ব্যাপারে আমি কোনাে আপস করবাে না।