বাহিরের দেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে এ বছরের ৬ই জানুয়ারি দাঙ্গায় ফ্লোরিডার এক ব্যক্তিকে কমপক্ষে ৫ বছরের জেল দিয়েছে মার্কিন আদালত। ওই দাঙ্গায় এ যাবত যেসব শাস্তি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে এই শাস্তিই সর্বোচ্চ। এ খবর দিয়ে অনলাইন সিএনএন বলছে, রবার্ট স্কট পালমার নামে ওই ব্যক্তি ঘটনার দিন পুলিশের প্রতি অগ্নিনির্বাপক ফায়ার এক্সটিঙ্গুইসার, কাঠের টুকরো এবং একটি খুঁটি ছুড়ে মেরেছিল। এ জন্য শুক্রবার তাকে দায়ী করে ওই শাস্তি দেয়া হয়েছে। ভয়ঙ্কর উপায়ে পুলিশের প্রতি হামলা চালানোর অপরাধে প্রথম ব্যক্তি হিসেবে তাকেই শাস্তি দেয়া হলো। একই রকম অভিযোগ আছে আরো কমপক্ষে ১৪০ জনের বিরুদ্ধে। তাদের জন্যও এই সাজা হতে পারে শাস্তির একটি মানদণ্ড।
শাস্তি ঘোষণা করে জিস্ট্রিক্ট জজ তানিয়া চাটকান বলেন, প্রতিদিনই আমরা অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিষয়ে শুনতে পাচ্ছি। বিভিন্ন মানুষ ২০২৪ সালে সহিংসতার জন্য ষড়যন্ত্র করছে।
তাই এটা স্পষ্ট করা দরকার যে, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর বন্ধ করার চেষ্টা, আইন শৃংখলা রক্ষাকারীদের বিরুদ্ধে হামলার জবাব হতে যাচ্ছে সুনির্দিষ্ট শাস্তি।
পালমারকে প্রথম অনলাইন অনুসন্ধানকারীরা শনাক্ত করেন। তারা বিভিন্ন ছবি ও ভিডিও শনাক্ত করেন। এতে যুক্তরাষ্ট্রের পতাকাসোভিত জ্যাকেট দিয়ে তাকে ক্যাপিটল হিলের বাইরে শনাক্ত করা হয়। স্বীকারোক্তিতে সে বলেছে, একদল পুলিশের ওপর সে ফায়ার এক্সটিঙ্গুইসার স্প্রে করেছিল। দু’বার নিক্ষেপ করেছিল খালি ক্যানিস্টার।
তাকে থামতে বলা হয়েছিল। কিন্তু পালমার না থামায় তার পেটে একটি রাবার বুলেটের গুলি করা হয়। বিচারক চাটকানকে বিচারক পদে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ৬ই জানুয়ারির অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেয়ার ক্ষেত্রে তিনি আবির্ভূত হয়েছেন। তিনি সাতটি মামলায় শাস্তি দিয়েছেন। এর মধ্যে প্রতিটি মামলায়ই ১৪ দিন থেকে কমপক্ষে ৫ বছরের জেল দিয়েছেন।