নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: করোনাভাইরাস প্রতিরোধে রাজধানীসহ সারাদেশে একদিনে এক কোটি টিকাদান কর্মসূচির আওতায় টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল গতকাল শনিবার। সকাল ৯টা থেকে শুরু হয় টিকার এ কার্যক্রম। যা বিরতিহীনভাবে চলে সন্ধ্যা পর্যন্ত। তবে এই টিকার কার্যক্রম আরও দুই দিন বাড়ানো হয়েছে।
আজ রবিবার এবং আগামীকাল সোমবারও একইভাবে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া টিকা দেওয়ার নিয়মিত স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
গতকাল এক কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্য পূরণে বিভিন্ন হাসপাতালের বাইরেও স্বাস্থ্যসেবা কেন্দ্র, কমিউনিটি সেন্টার, প্রাথমিক বিদ্যালয়, কাউন্সিলরের কার্যালয়, ইউনিয়ন পরিষদ এবং খোলা মাঠেও টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। আর বেশির ভাগ গণটিকা কেন্দ্রেই দেখা গেছে টিকা নিতে জনস্রোত।
এদের মধ্যে অনেকেই টিকা না নিতে পেরে ফিরে গেছে। যারা টিকা নিয়েছে তাদেরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। বিভিন্ন টিকা কেন্দ্রে গোলযোগও সৃষ্টি হয়। মারামারি, ভাঙচুর এমনকি হাতুড়ি পেটার ঘটনাও ঘটেছে।