নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : হংকং ইকনোমিক অ্যান্ড ট্রেড অফিস ইন ব্যাংকক (এইচকেইটিও) এর ৬ সদস্যের একটি প্রতিনিধিদল প্রতিষ্ঠানটির পরিচালক মি. শিউং উয়েন লি এর নেতৃত্বে মঙ্গলবার (৩১ মে) ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তর পরিদর্শন করেন।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি যেখানে বিনিয়োগ বিকাশের বিশাল সুযোগ রয়েছে। তিনি বলেন, বেপজা ৪০ বছরেরও বেশি সময় ধরে ইপিজেডের বিনিয়োগকারীদের সেবা প্রদান করে আসছে। হংকং এবং চীনসহ ৩৮টি দেশের বিনিয়োগকারীগণ ইতোমধ্যে এখানে বিনিয়োগ করছেন। তিনি ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে হংকংয়ের আরও বিনিয়োগের জন্য একসাথে কাজ করার আহ¦ান জানান।
মি. শিউং উয়েন লি বলেন, বাংলাদেশই প্রথম দক্ষিণ এশীয় দেশ যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য হংকংয়ের একটি অফিস কাজ করছে। বাংলাদেশকে ভবিষ্যতের একটি প্রধান অর্থনৈতিক শক্তি উল্লেখ করে তিনি দুই দেশের মধ্যে বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি (আইপিপিএ) এর মতো চুক্তি স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ৩০টিরও অধিক দেশের সঙ্গে হংকংয়ের আইপিপিএ রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ ধরনের চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
এর আগে বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন বেপজার সার্বিক কার্যক্রম, পরিচালন পদ্ধতি এবং বেপজা কর্তৃক ইপিজেডের বিনিয়োগকারীদের প্রদেয় সুবিধাদি, প্রণোদনা প্রভৃতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। অন্যান্যের মধ্যে এ সময় বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর এবং বিনিয়োগ উন্নয়ন বিভাগের অতিরিক্ত নির্বাহী পরিচালকগণ উপস্থিত ছিলেন।