লিহাজ উদ্দিন, পঞ্চগড় : উত্তরের জেলা পঞ্চগড়ের প্রাণ কেন্দ্রের রাজনগর হাটে আগুনের ঘটনায় মালামালসহ অন্তত ৭০টি দোকান পুড়ে গেছে।এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। ছুটিরদিন হওয়ায় ব্যবসায়ীরা তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সে কারনে লোকজনের সমাগম তেমন ছিলনা। মধ্যবাজারের শুটকিপট্টি থেকে আগুন শুরু হয় বলে স্থানীয়দের ধারণা। এরপর আগুন দ্রুত পাশের মুরগি, পান, মুড়ি, চুড়িপট্টিতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মধ্য রাতে আগুনের খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস এর সবগুলো ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহায়তা এবং ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আগুনে বাজারের চারটি পট্টির অন্তত ৭০টি দোকানসহ মালামাল পুড়ে যায়।পঞ্চগড় বাজারের মুরগি ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, আগুনে আমাদের প্রায় ২৪ টি দোকান পুড়ে যায়।
প্রাতিটি দোকানেই কমবেশি মুরগি ছিল। আগুনে আমাদের দোকানের সঙ্গে ব্যবসায়ীক পুঁজিও শেষ হয়ে গেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, রাত দেড়টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আমাদের সব ইউনিট কাজ করেছেন। কোন দোকান থেকে এবং কীভাবে আগুনের শুরু হয় প্রাথমিকভাবে জানা যায়নি।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক বলেন, স্থানীয়দের সহায়তায় পঞ্চগড়, তেঁতুলিয়া, বোদা ও আটোয়ারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জরিপের মাধ্যমে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।