নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি : এস.এস.সি পরীক্ষার ফলাফলে কুমিল্লার নাঙ্গলকোটের বাংগড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল নাঙ্গলকোট উপজেলায় শীর্ষ স্থান অর্জন করেছে। মঙ্গলবার এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল মাঠে কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন স্কুল কর্তৃপক্ষ। চলতি বছর বাংগড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের ৩৮জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই কৃতকার্য হন। ফলাফলে ওই স্কুলের ৩৮ শিক্ষার্থীর মধ্যে ২৮জন জিপিএ-৫ ও ১০জন জিপিএ-৪ পান। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১১জন গোল্ডেন জিপিএ-৫ লাভ করেন।
এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রধান শিক্ষক নাছির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মাওলানা সাইফুদ্দিন, স্কুল পরিচালক আফজাল হোসাইন মিয়াজী, স্কুল শিক্ষক আ.স.ম.নূরুচ্ছাফা খন্দকার, ফরিদুল আলম, গোলাম রাব্বানী রাব্বি, মোস্তাফিজুর রহমান, আব্দুল হক, আশরাফুল ইসলাম, আবুল কালাম নয়ন, নুরুন্নবী রিয়াদ, ফজলে এলাহী, মোশারফ হোসেন ভূঁইয়া, শরীফ উল্লাহ ভূঁইয়া, ইউনুছ মিয়া, জাহাঙ্গীর আলম, সোহাগ হোসেন, হাফেজ শোয়াইব আহমেদ, হাফেজ আব্দুল মান্নান, জাফর আহমেদ, ইকবাল হোসেন ও ফখরুদ্দিন।
উল্লেখ্য, বাংগড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল থেকে ২০২১ সালে এস.এস.সি পরীক্ষায় ২১ শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশ করেন। ২১ শিক্ষার্থীর মধ্যে ওই বছর ১৫জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন।
উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার এবং ওসি’র সাথে ইমাম সমিতির সাক্ষাত : বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব ও থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেনের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন।
স্বাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মুফতি অলি উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাশেম, পৌরসভা সভাপতি মীর সোলাইমান, পেরিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাকির হোসেন বেলালী, বটতলী ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের প্রমুখ।