300X70
মঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

দেবদেবীর রূপে নেচে-গেয়ে চরক পূজোর অর্থসংগ্রহ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১৯, ২০২২ ১:১৪ পূর্বাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি : কেউ সেজেছেন কালী, কেউ দুর্গা, কেউ বা শিব আবার কেউ বা রাধা-কৃষ্ণ। এমনি বিভিন্ন দেবদেবীর রূপে বাদ্যের তালে তালে নেচে-গেয়ে পূজো অর্থ সংগ্রহসহ ভক্তদের পূজার আমন্ত্রণ জানান দিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীর ৮ থেকে ১২ জনের একটি দল।

গতকাল সোমবার সকালে এমনি দৃশ্য চোখে পড়ে দিনাজপুরের ফুলবাড়ী পৌরবাজারসহ আশপাশের গ্রামগুলোতে। হঠাৎ তাদেরকে এমন রূপে দেখে সড়কে ভিড় জমে উৎসুক বিভিন্ন বয়সী নারী-পুরুষের।

দেখা গেছে, বর্ণিল সাজে নানা দেবদেবীর রূপে ৮-১২ জনের একটি দল বাদ্যের তালে তালে নেচে-গেয়ে ঘুরে বেড়াচ্ছেন। দলের বেশির ভাগ সদস্য কিশোর, তরুণ ও যুবক। তারা বাড়ী বাড়ী ও দোকানে গিয়ে মঙ্গল কামনা করে ধর্মীয় এবং নৃত্য পরিবেশন করেন। গান পরিবেশনের পর ওইসব সনাতনী গৃহস্থ ও দোকানীরা তাদের চাল, ধান, ডাল, সবজিসহ নগদ অর্থ দান করছেন তাদেরকে।

দেবদেবীর রূপ ধারণকারী তারা সকলে উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসিন্দা ও আলাদীপুর চরক কালী মন্দির কমিটির সদস্য-সদস্যা।

জানা যায়, শ্মশান পিতা ভোলানাথ (শিব) ও কালীমাতা আদ্য শক্তি কৈলাশ থেকে শ্মশান মত্যধামে আগমন উপলক্ষে আলাদীপুরে এই চরক কালী উৎসব অনুষ্ঠিত হয়। ৪ বৈশাখ গতকাল সোমবার রাত্রী ১২.৩০ মিনিটে হবে শ্মশান যাত্রা, ৫ বৈশাখ মঙ্গলবার রাত্রী ২.৪৭ মিনিটে কালী পূজো এবং ৬ বৈশাখ চরক পূজা ও মেলা অনুষ্ঠিত হবে।

আলাদীপুর চরক কালী মন্দিরের সভাপতি পরিতোষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক কান্তি চন্দ্র সরকার বলেন, প্রতিবছর বৈশাখ মাসে এই চরক পূজো ও মেলার আয়েজন করা হয়। এটি প্রাচীন পূজা। করোনার কারণে গত দুই বছর পূজা বন্ধ ছিল। এবার আবার পূজা হবে, চরক ঘুরবে এবং মন্দিরের আশপাশে মেলা বসবে। সেখানে একজনের পিঠে গাঁথা হবে বর্শি। এরপর ঘোরানো হবে চরকে। সেই সঙ্গে হবে পূজা-অর্চনা। এটি দেখতে বিভিন্নস্থান থেকে মানুষের উপড়ে পড়া ভিড় জমে। সেই পূজোকে কেন্দ্র করেই বিভিন্ন দেবদেবীর রূপে সেজে আমরা অর্থ সংগ্রহসহ মানুষকে পূজো সম্পর্কে জানান ও নিমন্ত্রণ দিচ্ছি।

প্রত্যক্ষদর্শী খয়বর রহমান, উজ্জ্বল মহন্ত ও বাপ্পি দাস বলেন, হঠাৎ করেই বাদ্যের তালে তালে নেচে গেয়ে বেড়াতে দেখা যায় বিভিন্ন দেবদেবীর রুপে সাজা একটি দলকে। তারা ঐতিহ্যবাহী চরক প‚জো উপলক্ষে সকলকে জানান দিচ্ছেন। একই সাথে পূজোর খরচ যোগাতে সনাতনীদের কাছে অর্থ সংগ্রহ করছেন। তাদেরকে দেখতে উৎসুক জনতার ভিড় পড়ে।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

একজন ব্যক্তির সঙ্গে র‌্যাবের ভাবমূর্তি ক্ষুন্নের কোনো বিষয় নেই : নবনিযুক্ত মহাপরিচালক

নৈতিকতার মানদন্ড মেনে চলে ব্যবসা করা দরকার: সেমিনারে বক্তারা

প্রাইম ব্যাংক ও ফর্টিস ডাউনটাউন রিসোর্ট লিমিটেড এন্ড সারাহ্ রিসোর্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কোনো ষড়যন্ত্রই পরাজিত করতে পারবে না : এনামুল হক শামীম

চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাচসাস’র ভূমিকা প্রশংসনীয় : তথ্য প্রতিমন্ত্রী

আগামীকাল আইইবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

তহশীলদারের বিরুদ্ধে বিভাগীয় মামলা

চিত্রনায়ক আলমগীর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন সভাপতি, কণ্ঠশিল্পী রফিকুল আলম কার্যকরী সভাপতি

সারারাত নদীতে তল্লাশি করেও খোঁজ মেলেনি ২ শিশুর

পুরান ঢাকার কেমিকেলের গোডাউনে আগুন, নিহত বেড়ে ৪ জন