300X70
শনিবার , ২৪ অক্টোবর ২০২০ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

নতুন স্মার্টফোন আনছে হুয়াওয়ে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২৪, ২০২০ ২:১৯ অপরাহ্ণ

তথ্য-বিজ্ঞান-প্রযুক্তি: হুয়াওয়ে তার দ্বিতীয় ফ্ল্যাগশিপ ফোন হুয়াওয়ে মেট ৪০ সিরিজ উন্মোচন করলো। এই সিরিজে থাকছে তিনটি হ্যান্ডসেট— হুয়াওয়ে মেট ৪০, হুয়াওয়ে মেট ৪০ প্রো এবং হুয়াওয়ে মেট ৪০ প্রো+।

প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম উবার গিজমো জানায়, এই সিরিজের ফোনগুলোতে থাকছে হুয়াওয়ের নতুন কিরিন ৯০০০ সিরিজের চিপসেট, যাতে রয়েছে ৫ ন্যানোমিটার প্রসেসর। ডিসপ্লের মাপ মেট৪০ -এ ৬.৫ ইঞ্চি, আর মেট ৪০ প্রো এবং মেট ৪০প্রো+ তে ৬.৭৬ ইঞ্চি। এছাড়া ডিজাইন অনুযায়ী সবগুলো ফোনের পেছনেই রয়েছে গোলাকার ক্যামেরা সেটআপ।

ক্যমেরায় তিনটি ফোনে পার্থক্য রয়েছে। মেট ৪০ প্রো -এর ক্যমেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, আর ৫এক্স অপটিক্যাল জুমের পেরিস্কোপ জুম লেন্স। মেট ৪০ প্রো প্লাসে মেইন এবং আলট্রাওয়াইড ক্যামেরা একই। তবে পেরিস্কোপ ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের সঙ্গে রয়েছে, ১০এক্স জুম। এছাড়া রয়েছে ৩এক্স জুমের ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যমেরা। আর মেট ৪০ -এর মেইন ক্যামেরা একই। আল্ট্রাওয়াইড ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের, আর ৩এক্স অপটিক্যাল জুমের টেলিফটো ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের।

অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে মেট ৪০- এ রয়েছে ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ, আর ৪২০০ এমএএইচ ব্যাটারি। মেট ৪০ প্রোতে রয়েছে ১২ জিবি র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ ও ৪৪০০ এমএএইচ ব্যাটারি।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :