300X70
সোমবার , ২৭ জুন ২০২২ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাইকারদের সড়ক অবরোধ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৭, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ

সংবাদদাতা, মুন্সিগঞ্জ: দুর্ঘটনার প্রেক্ষিতে রবিবার রাতে পদ্মা সেতুতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোটরসাইকেলের চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সেতু বিভাগ।

আজ সোমবার ভোর ৬টা থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়। এর প্রেক্ষিতে আজ দুপুরে জাজিরা প্রান্তে সড়ক অবরোধ করে বাইকাররা। এতে পদ্মা সেতুতে যান চলাচল সাময়িক সময়ের জন্য ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলাবাহিনীর হস্তক্ষেপে সড়ক ছেড়ে দেন বাইকাররা। সঙ্গে সঙ্গেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বর্তমানে সড়কের পাশে অবস্থান নিয়েছেন বাইকাররা। তারা জানান, চাকরি-ব্যবসার কাজে তাদের প্রতিদিন ঢাকায় যাতায়াত করতে হয়। কিন্তু আজ সোমবার সকাল থেকে মোটরসাইকেল চালকদের পদ্মা সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না। এতে চাকরিজীবীরা চাকরিতে যোগ দিতে পারছেন না। যারা ব্যবসা করেন তারাও ব্যবসার কাজে ঢাকা যেতে পারছেন না। এতে করে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

উল্লেখ্য, পদ্মা সেতুতে গতকাল রবিবার ভোর থেকে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। আজ সোমবার সকাল পর্যন্ত টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :