300X70
বুধবার , ১০ নভেম্বর ২০২১ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

পল্লবীতে বিভিন্ন ব্র্যান্ডের অনিবন্ধিত মোবাইল ফোনসহ ৭ জন গ্রেফতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১০, ২০২১ ৮:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাদাবাজী, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও সেগুলোর রহস্য উদঘাটনের পাশাপাশি চোরাই কারবারি বন্ধের লক্ষ্যে অসাধু চোর ও ছিনতাই চক্র গ্রেফতার ও তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

র‌্যাব জানায়, গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন একটি সুপার মার্কেটের কিছু দোকানে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাইপথে আমদানিকৃত অবৈধ মোবাইল ফোন কেনা-বেচা হচ্ছে।

পরে গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ১১টা থেকে আজ বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০ পর্যন্ত বিটিআরসির প্রতিনিধিসহ উক্ত মার্কেটের কয়েকটি মোবাইলের দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩০৯টি মোবাইল উদ্ধার করা হয়।

যার মধ্যে ভিভো ব্র্যান্ডের-৩৮ টি, অপ্পো ব্র্যান্ডের-৬৩টি, স্যামসাং ব্র্যান্ডের-৯টি, রেডমি ব্র্যান্ডের-৩৬টি, সনি এক্সপ্রিয়া ব্র্যান্ডের-২টি, আইফোন-৩৭টি, এইচটিসি ব্র্যান্ডের-৪টি, সিম্ফোনি ব্র্যান্ডের-১টি, এলজি ব্র্যান্ডের-৩টি, নোকিয়া ব্র্যান্ডের-২টি, রিয়েলমি ব্র্যান্ডের-৭ টি, পকো ব্র্যান্ডের-১ টি, নার্জো ব্র্যান্ডের-১টিসহ সর্বমোট ৩০৯টি অনিবন্ধিত মোবাইল ফোন যার আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃতরা হলোঃ- বাহ্মনবাড়িয়ার মাহমুদুল হাসান মাসুদ (২৮), রাঙ্গামাটির রাসেল (২৮), চাঁদপুরের বিপ্লব হোসেন (৩২), ঢাকার জিসান (২৫), মোঃ রায়হান (২৩), মোঃ রকি, ও হাসিবুল ইসলাম।

অভিযান চলাকালীন সময়ে অভিযানস্থলে বিটিআরসি এর প্রতিনিধি দল তাদের নিজস্ব স্ফটওয়ার ও সার্ভার এর মাধ্যমে আইএমইআই নম্বর যাচাই করে বর্ণিত ৩০৯ টি মোবাইল ফোন সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাইপথে আমদানিকৃত ঘোষনা করেন।

বিটিআরসির সহায়তায় র‌্যাব-৪ এর আভিযানিক দল উক্ত মোবাইল ফোন গুলো জব্দ করে। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বিগত কয়েক বছর ধরে বিভিন্ন দেশ হতে চোরাই পথে অবৈধভাবে উক্ত মোবাইল ফোন দেশে নিয়ে আসে এবং অনেক ক্ষেত্রে তারা অবৈধভাবে এ্যাসেম্বল করে সরকারের নির্ধারিত রাজস্ব ফাঁকি দিয়ে তা বিভিন্ন জনসাধারণের নিকট বিক্রয় করে প্রচুর মুনাফা করে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছিল।

এই ধরনের ফোন ব্যবহার করলে গ্রাহক বিড়ম্বনার শিকার ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মে আইএমইআই যাচাইপূর্বক নতুন মোবাইল ফোন ক্রয় করার ক্ষেত্রে সচেতন হওয়া প্রয়োজন।

উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং অন্যান্য সহযোগীদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এরূপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :