300X70
সোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ফেনীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৭, ২০২২ ১০:৩৭ পূর্বাহ্ণ

সংবাদদাতা, ফেনী: ফেনীর ফুলগাজীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৩ যুবক।

রবিবার বিকেলে ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজীর হাসানপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফয়সাল নাদিম (২০) ও আদনান হোসেন অন্তর (১৯)। আহতরা হলেন- আশিকুর রহমান (১৯), আরমান সজীব (১৯) ও শরীফ চৌধুরী (২০)।

আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

নিহতদের মধ্যে নাদিম ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী নাজিম উদ্দিন ভূঁইয়া বাড়ির ফেয়ার আহমদের ছেলে এবং অন্তর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের আবু ইউসুফ ছান্দুর ছেলে।

আহত আশিক ও সজীবের বাড়ি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী এলাকায় এবং শরীফ চৌধুরীর বাড়ি ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে একটি বিয়ের অনুষ্ঠান শেষে নাদিম দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে পরশুরামের মালিপাথর গ্রামে যাচ্ছিলেন। তার মোটরসাইকেলটি ফুলগাজীর হাসানপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল দ্রুতগতিতে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক নাদিম, তার দুই বন্ধু ও অপর মোটরসাইকেলে থাকা শরিফ চৌধুরী ও অন্তর গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে মারা যান ফয়সাল নাদিম ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আদনান হোসেন অন্তর।

গুরুতর আহত অপর তিন মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন সড়ক দুর্ঘটনায় হতাহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :