300X70
বৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বরেণ্য এডভোকেট বদিউল আলমের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৩, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বরেণ্য আইনজীবী এডভোকেট বদিউল আলমের ১৯তম মৃত্যুবার্ষিকীতে চন্দনাইশ এর ফতেনগর গ্রামে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন চট্টগ্রাম জেলার ও সুপ্রিমকোর্টের আইনজীবী ও অন্যান্য সিনিয়র এডভোকেটগণ।

দোয়া ও পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মোহাম্মদ আবুল হাশেম (সাবেক জেলা পিপি), চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি আবু মোহাম্মদ হাশেম, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন, নব-নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিটু।

একইদিনে এডভোকেট বদিউল আলমের মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত হয় খতমে কোরআন, পারিবারিক মসজিদে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠান। এ সময় মরহুমের ছোট ছেলে, কঙ্গো প্রজাতন্ত্র এর কনসাল ও গণমাধ্যম ব্যক্তিত্ব জিয়াউদ্দিন আদিল এবং তার সহধর্মিণী মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা, শিক্ষানুরাগী ও সমাজসেবীকা সালমা আদিল আগত অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানে বক্তারা বরেণ্য এই আইনজীবীর বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা পিপি সালাউদ্দিন হায়দার সিদ্দিকী, সাবেক সভাপতি ও জেলা পিপি মোহাম্মদ কফিলউদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমউদ্দীন চৌধুরী, এডিশনাল পিপি এডভোকেট শামসুদ্দিন সিদ্দিকী টিপু, সাবেক সহসাধারণ সম্পাদক তৌহিদুল মুনির টিপু, সাবেক নারী ও শিশু নির্যাতন দমন স্পেশাল পিপি ও সাবেক সহসভাপতি এম এ নাসের চৌধুরী, সুপ্রিমকোর্টের আইনজীবী জনাব মোহাম্মদ মোতাহের হোসেন, সাবেক এডিশনাল পিপি মোহাম্মদ জহির উদ্দিন, এড: মেজবাহুল হাফিজ, এড: শাহাদত হোসেন, এড: মোহাম্মদ ওসমান, শিক্ষা-অনুরাগী গোলাম আজাদ শিশু প্রমুখ।

মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রথিতযশা আইনজ্ঞ এডভোকেট বদিউল আলম দীর্ঘ পাঁচদশক চট্টগ্রাম জজ কোর্ট ও সুপ্রিম কোর্টে আইনপেশায় নিয়জিত ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৬ সালে গ্রাজুয়েশন সম্পন্ন করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এল.এল.বি ডিগ্রী অর্জন করেন। তিনি কদম মোবারক এতিমখানা, বঙ্গবন্ধু ল টেম্পল কলেজ, মুসলিম এডুকেশন সোসাইটি, রেডক্রিসেন্ট সহ বিভিন্ন সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠান এর সাথে আমৃত্যু জড়িত ছিলেন।

এডভোকেট বদিউল আলম মুক্তিযুদ্ধকালীন চট্রগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরবর্তীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)- এর চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতির দায়িত্বও পালন করেছেন। মুক্তিযুদ্ধ পরবর্তীতে ১৯৭২ সালে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ও ১৯৮১ সালে সভাপতি পদেও দায়িত্বরত ছিলেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএমসিসিআইয়ের সদ্য নির্বাচিত পরিচালনা পর্ষদের সাক্ষাৎ

স্ত্রীকে বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখে ফেলল স্বামী, অতঃপর

কুমিল্লায় ২ বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

কর্মহীনদের কর্মমুখী শিক্ষা দানে বাউবি ও বিশ্বব্যাংকের যৌথ সভা

ঐক্যবদ্ধ আওয়ামীলীগই সকল ষড়যন্ত্রের জবাব দেবে : এনামুল হক শামীম

চকবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার

কুমিল্লা মহেশাঙ্গণে রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন ব্রত পালিত

বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ও জেড ফ্লিপ ফোর

বঙ্গবন্ধু বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেখতে চেয়েছিলেন : প্রধানমন্ত্রী

ব্রেকিং নিউজ :