300X70
সোমবার , ৯ জানুয়ারি ২০২৩ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে মুরগী রক্ষার চেষ্টায় খামারী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৯, ২০২৩ ১:৪০ পূর্বাহ্ণ

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ পৌষের শেষে চলনবিল এলাকায় হার কাঁপানো শীতে স্বাভাবিক জীবন যাত্রায় ছন্দপতন ঘটতে শুরু করেছে। আর শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের তাড়াশে ছড়িয়ে থাকা প্রায় নয় শতাধিক মুরগীর খামারে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে খামারের মুরগী রক্ষার চেষ্টা করছেন খামারীরা।

আর এর প্রভাবে গত এক মাসের ব্যবধানে সকল হাট বাজারে খুচরা এবং পাইকারী দরে বিক্রি করা সব ধরণের মূরগীর দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়ে গেছে বলে জানিয়েছেন তাড়াশ পৌর বাজারের মুরগী ব্যবসায়ী ইউসুফ আলী মোল্লা।

তিনি আরো জানিয়েছেন, শীতের তীব্রতা বাড়ার কারণে বেশির ভাগ মুরগীর খামার গুলোতে নতুন করে মুরগীর বাচ্চা না উঠানোর কারণে আগামীতে মুরগীর দাম আরো বাড়তে পারে।

জানা গেছে, উপজেলায় মাঝারী, প্রান্তিক এবং ক্ষুদ্র খামারীদের বাণিজ্যিক ভাবে পরিচালিত প্রায় নয় শতাধিক মুরগীর খামার রয়েছে। আর এ সব খামারে মাংস ও ডিমের চাহিদা পূরণে সোনালী, লেয়ার, বয়লার, কক, পাকিস্তানী লেয়ার, টারকি ও দেশী জাতের বেশীর ভাগ মুরগী পালন ও পরিচর্যা করা হয়ে থাকে। গত তিন থেকে চার দিনে এ উপজেলায় দিন এবং রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে।

বিশেষ করে যে সকল খামারীর খামার খোলা জায়গায় করা আছে তাদের মুরগীর খামার গুলোতে রাত এবং সকালের তাপ মাত্রা স্বাভাবিকের চেয়ে কম পাওয়া যাচ্ছে। এছাড়া খোলা মাঠের মুরগীর খামার গুলোতে হিম শীতল বাতাসে শীতের তীব্রতা বেশী অনুভূত হচ্ছে।

গত দেড় মাসের ব্যবধানে সকল হাট-বাজারে সব ধরণের মুরগীর দাম বেড়ে গেছে। উপজেলার নওগাঁ, গুল্টা, রানীরহাট, কাটাগাড়ী, বিনসাড়াসহ বিভিন্ন হাট বাজারে বয়লার ১১০ টাকার স্থলে পাইকারী বাজারে ১৪০ টাকা ও খুচরা বাজারে ১৫০ কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালী ২০০ টাকার স্থলে পাইকারী বাজারে ২৩০ টাকা ও খুচরা বাজারে ২৫০ কেজি দরে বিক্রি হচ্ছে। দেশী জাতের মুরগী পাইকারী বাজারে ৩৫০ টাকা ও খুচরা বাজারে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তাড়াশের পৌর এলাকার কোহিত মহল্লার খামারী মো. শামীম হোসেন জানান, এ এলাকায় বর্তমান সময়ে দিনের শেষ ভাগে ১৫ থেকে ১৭ ডিগ্রী ও রাতে ১০ থেকে ১২ ডিগ্রী তাপ মাত্রা বিরাজ করছে। আর এ কারণে খামারের মুরগী বাঁচাতে ২০ থেকে ২৫ ডিগ্রী কৃত্রিম তাপ মাত্রা রাখার জন্য মুরগীর শেডে বা ঘরে ব্রæডার পদ্ধতি হিসেবে বেশীর ভাগ খামারে বৈদ্যুতিক বাল্ব, হিটার, হাড়িকেন বাতি ব্যবহার করে কৃত্রিম উপায়ে তাপ বাড়িয়ে রাখা চেষ্টা করছেন খামারীরা।

উপজেলার পশ্চিম ওয়াবদা বাঁধ এলাকার খামারী আলআমিন আবির বলেন, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে মুরগীর খামার গুলোতে পালন করা মুরগী গুলো আমাশয়, গামবোরু, রানীক্ষেত, মাইকোপ্লাজমা, ব্রংকাইটিস, নেক্রোটিক, এন্টারাইাটস, ব্রæডার নিউমোনিয়া ও রিও ভাইরাস আক্রান্ত হচ্ছে। এ কারণে খামারীদের শীত মৌসুমে খামারের তাপমাত্রা ঠিক রাখতে সার্বক্ষণিক উচ্চ মাত্রার বৈদ্যুতিক সরঞ্জামাদি চালু রাখতে বর্ধিত বৈদ্যুতিক বিল, মুরগীর ঔষধ খরচ ও বাজারে পোল্টি খাদ্যেও দাম বাড়ার কারণে মুরগী উৎপাদনে খরচও বেড়ে গেছে।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভ্যাটনারী সার্জন ডা. মো. শরিফুল ইসলাম জানান, শীতের এ সময়ে মুরগী খামারের মুরগী সুস্থ্য রাখার জন্য মুরগী গুলোকে নিয়মিত প্রতিষেধক দেবার উপর গুরুত্বারোপ করেন। তিনি শীতের এ সময়ে মুরগীর প্রতি অধিক যত্নবান হওয়ার পরামর্শ দেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশ ও মালয়েশিয়ার আইসিটি সংস্থাগুলির মধ্যে ভার্চুয়াল বি2বি সভা সপ্তাহ শুরু

বাংলাদেশ ও মালয়েশিয়ার আইসিটি সংস্থাগুলির মধ্যে ভার্চুয়াল বি2বি সভা সপ্তাহ শুরু

বিএনপির ভেতরে-বাইরে গণতন্ত্রের চর্চা নেই : কৃষিমন্ত্রী

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানজুড়ে প্রাকৃতিক দুর্যোগ: তুষারপাত-বৃষ্টিতে মৃত বেড়ে ৪০

ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সংস্কৃতি-ঐতিহ্যের ওপর আঘাতের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন : তথ্যমন্ত্রী

মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগে প্রসারে গুরুত্ব দেওয়ার আহবান পরিকল্পনা মন্ত্রীর

নরসিংদির ছাত্র নেতা মোশারফ হত্যাকাণ্ডের ১৮ বছর আজ

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

পরিচ্ছন্ন নান্দাইল গড়তে গ্যাভেজ ব্যবহার করুন: এমপি তুহিন

নোয়াখালীর তিন গ্রামে ঈদের নামাজ আদায়

ব্রেকিং নিউজ :