300X70
শনিবার , ১২ মার্চ ২০২২ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বৈশ্বিক মন্দা মােকাবেলায় দেশে কৃষি উৎপাদন বাড়ানাের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১২, ২০২২ ১২:৩৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন: বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বা খাদ্য ঘাটতি ঠেকাতে দেশে কৃষি উৎপাদন বাড়ানাের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায়, সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশীদের দেওয়া সংবর্ধনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টির পর অন্যরা মদত দেয়ায় বিশ্বব্যাপী একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়ায় দেশেও নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে এসব সমস্যা সরকার মােকাবেলা করতে পারবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেয় সেখানে বসবাসরত প্রবাসী বাঙালীরা। একইসঙ্গে দুবাই, আবুধাবি ও রাস আল খাইমা শহরে আয়ােজন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানের। করােনা ভাইরাস পরিস্থিতির কারণে আবাসস্থল থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী।

এ সময় মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধের প্রভাবে বৈশ্বিক মন্দা মােকাবেলায় দেশে কৃষি উৎপাদন বাড়ানাের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করােনার সময় আমি আহ্বান করেছিলাম যে যা পারেন চাষ করুন, ফসল ফলান। এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। যে কোন দুর্ঘটনা বা অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বব্যাপী, খাদ্যের অভাব দেখা দিতে পারে। দ্রব্যমূল্য বাড়তে পারে। কিন্তু উৎপাদন বাড়িয়ে নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরা করতে পারলে খুব বেশি সমস্যা হবে না।

টানা ১৩ বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে জানিয়ে প্রধানন্ত্রী বলেন, দেশকে কেউ আর পেছনে টানতে পারবে না। এর আগে ভার্চুয়াল মাধ্যমে রাস আল খাইমা শহরে অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজের নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কন্যা শেখ হাসিনা।

আরব আমিরাতে বাংলাদেশীদের সন্তানদের পড়ালেখার জন্য যে কোন সহযােগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মােমেন।

রাস আল খাইমার প্রান্তে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়কমন্ত্রী ইমরান আহমেদ, বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি তাজ উদ্দিন ও প্রধান শিক্ষক হাবিবুর রহমান।

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট প্রান্তে ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়ােগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আবুধাবি প্রান্তে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা, এফবিসিআইআই সভাপতি মাে. জসিম উদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মাে. আবু জাফর।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

কর্মী নিতে প্রস্তুত মালয়েশিয়া, যেমন প্রস্তুতি সরকারের!

বাংলাদেশ বিশ্বের কাছে অনুপ্রেরণা : ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তারা

২২ দি‌নে দেশে রেমিট্যান্স এলো সাড়ে ১৫ হাজার কো‌টি টাকা

ভাষাহীনদের ভাষা আর স্বপ্নহীনদের স্বপ্ন দিক গণমাধ্যম: মুক্ত গণমাধ্যম দিবসে তথ্যমন্ত্রী

টঙ্গীর বউ বাজারে চোরাই মালামালসহ ৩ জন আটক

ভারতে সুনামির রূপ নিয়েছে করোনা, আবারও দৈনিক সংক্রমণে শীর্ষে

গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স নির্বাচনে সভাপতি জিসিসি মেয়র জাহাঙ্গীর আলম

বিশ্বে বায়ু দূষণে শীর্ষে ঢাকা, হুমকিতে জনস্বাস্থ্য

একদিনে আবারো ১৯৭ জনের মৃত্যু, করোনায় নতুন শনাক্ত ৮৪৬৫ জন

ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

ব্রেকিং নিউজ :