300X70
বুধবার , ১২ অক্টোবর ২০২২ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ব্রিটিশ রাজা চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেকের তারিখ ঘোষণা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১২, ২০২২ ১০:৩৭ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ রাজ সিংহাসনে বসেছেন তার ছেলে চার্লস। মঙ্গলবার তার আনুষ্ঠানিক রাজ্যাভিষেকের দিন ঘোষণা করল বাকিংহাম প্যালেস। ২০২৩ সালের ৬ মে রাজ্যাভিষেক হবে নতুন রাজার।

চিরাচরিত প্রথা মেনে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতেই হবে এই অনুষ্ঠান। ক্যান্টারবেরির আর্চ বিশপের পরিচালনায় রাজা তৃতীয় চার্লসের মাথায় উঠবে ঐতিহ্যবাহী রাজমুকুট। রাজার পাশে থাকবেন কুইন কনসর্ট। অনুষ্ঠানের শিকড় থাকবে সুদীর্ঘ ঐতিহ্য, প্রথা ও সমারোহে। সেইসঙ্গে থাকবে আধুনিকতার মিশেলও। দেখা যাবে, রাজতন্ত্রের এখনকার ভূমিকা ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন। গত এক হাজার বছর ধরে যে প্রথা
চলে আসছে চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে তার কোনও ব্যতিক্রম হবে না। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেশ কিছু নতুন বিষয়ও দেখা যাবে। চলতি সময়ের ধ্যানধারণার স্বীকৃতি হিসেবেও এগুলো অন্তর্ভুক্ত হবে অনুষ্ঠানে।

গত ৯০০ বছর ধরে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে হয়ে আসছে রাজ্যাভিষেক অনুষ্ঠান। ১০৬৬ সাল থেকে ক্যান্টারবেরির আর্চবিশপেরও উপরেই রয়েছে পরিচালনার দায়িত্ব। নতুন রাজা বা রানির রাজ্যাভিষেক সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে হয় না। সুদীর্ঘকাল ধরেই তা বেশ কয়েক মাস পর হয়ে আসছে। প্রয়াত রাজা বা রানির মৃত্যুর পর বেশি কিছুদিন জাতীয় ও রাজকীয় শোকপালন করা হয়। সেইসঙ্গে চলে রাজ্যাভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি। চলতি বছরের শেষ দিকেই প্রিভি কাউন্সিলের বৈঠক করবেন নতুন রাজা। সেখানেই রাজ্যাভিষেক অনুষ্ঠানের ঘোষণাপত্রে তিনি স্বাক্ষর করবেন বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে ব্রিটেন অধিপতিকে ক্যান্টারবেরির আর্চবিশপ ‘অভিষিক্ত, আশীর্বাদধন্য’ করবেন। কুইন কনসর্টের মাথাতেও উঠবে
রানির মুকুট।

গত সেপ্টেম্বরে রানির মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হয়েছেন প্রিন্স অব ওয়েলেস চার্লস। ব্রিটিশ রাজতন্ত্রের নিয়ম অনুসারে, তখন কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই সিংহাসনে বসেছিলেন নতুন রাজা। এবার আগামী বছর হবে তার অভিষেক। সূত্র: দ্য গার্ডিয়ান

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :