300X70
বুধবার , ২৪ আগস্ট ২০২২ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সব সেবা নতুন সময়সূচিতেই দেওয়া সম্ভব : স্থানীয় সরকারমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৪, ২০২২ ১২:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: নতুন সময়সূচিতে সচিবালয়ে নিজ নিজ দপ্তরে এসে কাজে যোগ দেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে অফিসের নতুন সময়সূচি। চলবে বিকেল ৩টা পর্যন্ত। চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার নতুন এ সময়সূচি ঘোষণা করে।

নতুন সময়সূচিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘নতুন সময়সূচিতে সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে না। সব কর্মকর্তা সঠিক সময়ে অফিসে এসেছেন। যে সব সেবা দেওয়া প্রয়োজন তা এই নতুন সময়সূচিতেই দেওয়া সম্ভব।’

বুধবার সকাল ৮টায় সচিবালয়ে নিজ দপ্তরে আসেন স্থানীয় সরকারমন্ত্রী। এরপর সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে এসব কথা বলেন তিনি।

মো. তাজুল ইসলাম বলেন, ‘যেসব সেবা দেওয়া প্রয়োজন তা এই নতুন সময়সূচিতেই দেওয়া সম্ভব। কৃষিক্ষেত্রের চাহিদার প্রেক্ষাপটে বিদ্যুৎ সরবরাহ খুব দরকার। আমাদের ফসল উৎপাদন করতে হবে। সারা পৃথিবীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক যে অবস্থা সৃষ্টি হয়েছে সেজন্য খাদ্যদ্রব্যের ওপর চাপ সৃষ্টি হয়েছে। জ্বালানির ওপরও মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে এখন থেকে যদি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়, তাহলে অন্য যে দেশগুলো যে সমস্যায় পড়ছে সেখান থেকে রক্ষা পাওয়া যাবে না।’

মন্ত্রী বলেন, ‘অপচয় করলে জাতীয় অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হবে। আমরা অপচয় বন্ধ করতে পারলে ভালো। নতুন সমময়সূচি কতদিন অব্যাহত থাকবে সেটি নিয়ে টাইমফ্রেম ঠিক হয়নি। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের যতগুলো সুযোগ নেওয়া যায় সবগুলোই নেওয়া উচিত। ইউরোপসহ অন্যান্য অনেক দেশে সন্ধ্যা ৬টার মধ্যে শপিংমল বন্ধ হয়ে যায়। আমাদের দেশে এ বিষয়ে চিন্তা করা উচিত।’

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

হিজড়াকে গায়ে কেরোসিন ঢেলে আগুন, আটক ৩

কুড়িগ্রামে গো-খাদ্য হিসেবে কদর বেড়েছে কচুরিপানার

নাসিকের কাউন্সিলর হলেন যারা

অফিসের সময় কমানোর বিষয়ে ভাবছে সরকার

যারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদেরকে রুখে দিতে হবে : পার্বত্য প্রতিমন্ত্রী 

এলজিএসপি প্রকল্পে স্বাবলম্বীর স্বপ্ন দেখছে ধামসোনা ইউনিয়নের দুঃস্হ নারীরা

বঙ্গবন্ধুর লেখা গ্রন্থের উপর পাঠচক্র শুরু

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে সুযোগ

সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার ২৭২ কোটি টাকার যন্ত্রপাতি ক্রয় করা হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

শিশু-কিশোরদের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের বিকল্প নেই

ব্রেকিং নিউজ :