300X70
রবিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সারাবিশ্বজুড়ে করোনায় সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া রোগীর মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ। এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বর্তমানে আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৮ হাজার ছয়শ ৮৬ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে আট কোটি ১১ লাখ ২৬ হাজার দু’শ ১৪ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৫৪ লাখ ২০ হাজার ৫০ জন।

এদিকে মৃত্যু ২৪ লাখ ছাড়ালো। এ পর্যন্ত বিশ্বে মোট মারা গেছে ২৪ লাখ পাঁচ হাজারেরও বেশি মানুষ।

গত একদিনে বিশ্বে মারা গেছে দশ হাজার মানুষ।

এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে দুই হাজারেরও বেশি । ব্রাজিলে মারা গেছে এক হাজার এবং মেক্সিকোতে মারা গেছে ১৩শ’এর বেশি মানুষ।

অন্যদিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে লকডাউনের দ্বিতীয় দিনে সংক্রমণ আরো বেড়ে গেছে। হোটেল কোয়ারেন্টিনের ব্যাপারে নতুন সিদ্ধান্ত দিতে পারে দেশটির সরকার।

এদিকে ২২ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যে লকডাউনের কড়াকড়ি সীমিত করার আশা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। গত একদিনে দেশটিতে মারা গেছে ছয়শ’র বেশি মানুষ।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :