নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি।
আজ এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল বোস ছিলেন একজন কর্মীবান্ধব নেতা। তিনি নিয়মিত নেতাকর্মীদের খোঁজ খবর নিতেন। ছাত্রাবস্থা থেকেই তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
মন্ত্রী মুকুল বোসের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মুকুল বোস (৬৮) ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর ৫টা ২০ মিনিটে তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।