আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় ৫০০জন অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১মে আটঘরিয়া উপজেলা অডিটরিয়ামে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিযা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল, উপজেলা প্রকপ্ল বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, আটঘরিয়া প্রেস ক্লাবের সভাপতি খাইরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা খাইরুল হাসান নাসিম ।