নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় মিনারা বেগম (৫৫) ও মনি বেগম (৩৬) নামের দুই নারীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসিমইদ্দন সংলগ্ন জিংজিয়ান রেস্টুরেন্টের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনি বেগমের স্বামী বাদশা মিয়া জানান, সকালে মেয়ে মিমকে (১৮) সঙ্গে নিয়ে উত্তরার একটি হাসপাতালে যাওয়ার পথে একটি বাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে দক্ষিণখান গাওয়াইল এলাকায় আমরা বসবাস করছি। আমার স্ত্রী মনি বেগম অন্যের বাড়িতে কাজ করেন।
নিহত মিনারা বেগমের স্বামী আব্দুল হাকিম বলেন, বর্তমানে দক্ষিণখান বিদুর বাড়ি এলাকায় আমরা বসবাস করছি।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার মো. মাহবুবুর রহমান জানান, জিংজিয়ান রেস্টুরেন্টের সামনে কয়েকজন পথচারী রাস্তা পার হওয়ার সময় বিনিময় পরিবহনের একটি বাস ওই দুজনকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে একজন মারা গেছেন।
বিমান্দবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন মোল্লা জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে।