অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ব্যাংকের ডিজিটাইজড সুবিধাগুলিকে আরো উন্নত করার লক্ষ্যে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং দেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, ওকে ওয়ালেট সম্প্রতি গ্রাহকদের জন্য রিয়াল টাইম ফান্ড ট্রান্সফার (তহবিল স্থানান্তর) সেবা চালু করেছে।
ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকরা এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপ এবং ওয়েবের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এমটিবি থেকে ওকে ওয়ালেট-এ এবং ওকে ওয়ালেট থেকে এমটিবি-তে টাকা পাঠাতে পারবেন।
এই পরিষেবাটি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকরা বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। সে সময়, ওকে ওয়ালেট-এর জন্য এমটিবি পেমেন্ট গেটওয়ে পরিষেবাও চালু করা হয়।
এ উপলক্ষে এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায়-এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে, ওকে ওয়ালেট-এর ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট চার্জ), মোঃ মনজুর মফিজ এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এমটিবি’র সৈয়দ রফিকুল হক, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কর্পোরেট ও কমার্শিয়াল বিজনেস, খালিদ হোসেন, হেড অব ডিজিটাল ব্যাংকিং, মুহাম্মদ শামস-উল-আরিফিন, হেড অব সফটওয়্যার ডেভেলপমেন্ট ও সল্যুশন, মোঃ রবিউল আলম, হেড অব ইউনিট, ই-কমার্স অ্যান্ড হোলসেল কিউআর বিজনেস এবং আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট এবং ওকে ওয়ালেট-এর এজেডএম ফৌজ উল্লাহ চৌধুরী, হেড অব এমএফএস ও মোহাম্মদ মিরাজ উদ্দিন খান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এই সময় উপস্থিত ছিলেন।