কুমিল্লা প্রতিনিধি : গত শনিবার দুপুরে কুমিল্লা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ১০নং ওয়ার্ড (বুড়িচং) এর আয়োজনে বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.আবুল হাসেম খান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথী হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হজাী জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক ও হাইকোর্টের আইনজীবী ও দৈনিক যুগান্তরের লিগ্যাল এডভাইজার এড.আবদুর বারী, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, জিএমএন জাকারিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড.রেজাউল করীম খোকন,জেলা পরিষদের নবনির্বাচিত ১১নং এর সদস্য (ব্রাহ্মণপাড়া) মোঃ সাইফুল ইসলাম টিটু, জেলা পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের সদস্য এড. ফাহমিদা জেবিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খাঁন। এ সময় আরও বক্তব্য রাখেন পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের, সাবেক ভারেল্লা উত্তর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান রব, বর্তমান চেয়ারম্যান এড.ইস্কান্দার আলী ভূঁইয়া আমির, রাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, বাকশীমুল ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল করিম, মোকাম ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ময়নামতি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিন, ষোলনল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বাদল খা,আওয়ামীলীগ নেতা ফারুক খান মেম্বার, করিম খান রিপন মেম্বার, আওয়ামীলীগ নেতা হিমেল খান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা হিরু মিজান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান খাঁন রুমেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ হাসান আহমেদ সুমন প্রমুখ। এ সময় ৯ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও মহিলা সদস্যগণ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।