প্রতিনিধি, কেরানীগঞ্জ
ঢাকার কেরানীগঞ্জে মাদক বেচাকিনার জেরে ইয়াসিন (৪০) নামে এক ভ্যান চালককে ছুড়িকাঘাত করে পালিয়ে যায় দুরবৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে পেচের নাড়ি-ভুরি বের হয়ে গেলে ঘনাস্থলেই তার মৃত্যু হয়।
গতকাল সোমবার রাত ১০টার উপজেলার জিনজিরা এলাকার ফ্যামিলি শপিং মল মার্কেটের পাশে এ ওয়ান টেইলাসের সামনে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন নজরগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন যাবত নজরগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নরিয়া থানার শরিয়তপুর জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে দশটার পর ফ্যামিলি শপিংমলের সামনে কিছু লোক ধস্তাধস্তি করছিল। হঠাৎ তাদের মধ্যে একজনের পেটে ছুরিকাঘাত করে কিছু লোক পালিয়ে যায়। ঘটনাস্থালে তার মৃত্যু হয়। ঘটনাস্থল অন্ধকার ছিল, মুহর্তের মধ্যে লোকজন জরো হয়ে যায়। হঠাৎ দেখলাম কিছু লোক দৌড়ে যাচ্ছে আর একজন নিচে পড়ে আছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, নিহত ইয়াসিন মাদক বিক্রি ও ডাকাতির কাজের সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। হত্যার সাথে জড়িতদের আটকের চেষ্টা ও থানায় মামলার প্রস্তুতি চলছে।