নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রতিভাবান নৃত্য বিশারদ মাসুম বাবুল তার মেধা ও প্রতিভার মাধ্যমে আমাদের চলচ্চিত্র ও নৃত্য অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। তিনি দীর্ঘ চার দশকের কর্মজীবনে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সহ বহু চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন। তিনি তার কর্মের মাধ্যমে দীর্ঘদিন এদেশের চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবেন।
উল্লেখ্য, তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল আজ আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর সিদ্দিক বাজারে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যান্সারে ভুগছিলেন।