গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি (২৫) কে গতকাল রোববার রাত ১০.০০ টার দিকে খুন করেছে দুর্বৃত্তরা।
খুনের ঘটনাটি ঘটেছে গাইবান্ধা-বালাসীঘাট সড়কে গাইবান্ধা শহরের পূর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরী সংলগ্ন এলাকায়। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া এলাকার ছইদার রহমানের ছেলে। এসময় মমিন, সোহেল ও প্লাবন নামে তিনজন তার সাথে ছিলেন। তাদেরকেও মারপিট করে দুর্বৃত্তরা।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিএম সেলিম পারভেজ বলেন, বিষয়টির কারণ আমরা এখনও জানতে পারিনি। তবে এঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করেন তিনি।
এ বিষয়ে পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম বলেন, হত্যার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে। এর সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহত আশেকুর রহমান রকির নামাজে জানাযা বাদ আসর তার নিজ বাসভবন মধ্য কঞ্চিপাড়ায় সম্পন্ন হবে।