ফারুক হোসেন, গাইবান্ধা : গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়লেন বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকা দলীয় মনোনয়ন হারিয়েছেন তিনি।
গতকাল ২৬ নভেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রার্থী হিসেবে তার স্থলে অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর নাম ঘোষণা করেন।
এরআগে তিনি ২০০৮ ও ২০১৪ এবং ২০১৮ সালে পরপর ৩ বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। এর মধ্যে ২০০৮ ও ২০১৮ সালে নৌকার প্রার্থী হিসাবে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর কাছে পরাজিত হন।
উল্লেখ, কর্মময় জীবনে মনোয়ার হোসেন চৌধুরী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বিসিআইসি’র চেয়ারম্যান ছিলেন।