নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে ভাসান চরের কাছে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তালে আটকে গিয়ে ডুুুবতে থাকা জাহাজ এমভি সানভ্যালি-৪ থেকে ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে বিমানবাহিনীর হেলিকপ্টার।
বুধবার (২৬ মে) বিমানবাহিনীর সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টারটি দুপুর ২টা ৫৫ মিনিটে ১২ নাবিককে উদ্ধার করে চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাটিতে নিয়ে আসে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার সাইফুল আলম।
তিনি বলেন, এমভি সানভ্যালি নামে পাথর বোঝাই জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার জন্য রওনা দেয় মঙ্গলবার। যাওয়ার পথে রাতের বেলায় খারাপ আবহাওয়ার কারণে একটা স্থানে আটকে যায়। এরপর ডুবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। বিষয়টি বুঝতে পেরে নৌবাহিনীকে জানায় তারা। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় নৌবাহিনীর জাহাজ পাঠাতে পারেনি। পরে বিমানবাহিনীর সাহায্য চায় নৌবাহিনী।
তাৎক্ষণিক বিমানবাহিনীর দুটি সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রওনা করে এবং দুপুর ১টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনা কবলিত জাহাজকে চিহ্নিত করে। পরে ২টা ৫৫ মিনিটে ১২ জনকে উদ্ধার করে হেলিকপ্টারটি জহুরুল হক ঘাঁটি পতেঙ্গায় অবতরণ করে।
তিনি আরও বলেন, ১২ জনই সুস্থ রয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসাসহ খাবার-দাবার দেওয়া হয়েছে। জাহাজের মালিক পক্ষকে খবর দেওয়া হয়েছে। এলেই ১২ জনকে তাদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, ঢাকার তেজগাঁও থেকে বিমানবাহিনীর ১০৯ সার্চ অ্যান্ড রেসকিউ ইউনিটের গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মো. মান্নাফির নেতৃত্বে হেলিকপ্টারটি উদ্ধার অভিযান পরিচালনা করেছে।