নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন সাক্তা হযরতনগর এলাকায় গত মঙ্গলবার
(১০ জানুয়ারি) র্যাব-১০ এর একটি আভিযানিক দল একটি অভিযান পরিচালনা করে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে জাকির হোসেন (৪৫) ও আলমগীর (১৯)। এসময় তাদের নিকট থেকে ০১ কেজি ২৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এছাড়াও একইদিন র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পারগেন্ডারিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা চালিয়ে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে হযরত আলী (২৭) ও মোঃ শাহেদ (২২)। এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ১৬৩০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে ২ জন ছিনতাইকারী গ্রেফতার : গত সোমবার (১০ জানুয়ারি) র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সেলিম রানা (৪৯) ও রুবেল (১৯)। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২ টি চাকু জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।