300X70
শনিবার , ২১ আগস্ট ২০২১ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জাপানের পক্ষ থেকে উপহারের ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২১, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের পক্ষ থেকে উপহারের ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।

শনিবার (২১ আগস্ট) বিকেল ৩টা ২৫ মি‌নি‌টে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা বহনকারী নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণ করে।

এ তথ্য নিশ্চিত করেছেন, স্বাস্থ্য ও পকোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকা ।

পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান তিনি বাংলাদেশের খবর কে বলেন,চতুর্থ চালানে জাপান সরকারের উপহারের সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছেছে। ঠিক ৩টা ২৫মি‌নি‌টে টিকা বহনকারী ফ্লাইট‌টি ঢাকায় এসে পৌঁছায়। জাপানের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে নিপ্পন এয়ার ওয়েজের একটি ফ্লাইট সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।
এর আগে ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে। গত ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ ও ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায়।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন টিকার চালান নিয়ে ফ্লাইটটি ঢাকায় যাত্রা করার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে জাপানের পক্ষ থেকে ৩০ লাখ ডোজ টিকা দেওয়ার কথা রয়েছে।তার মধ্য চার দফায় বাংলাদেশে ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছ জাপান।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :