নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর বাজারে ট্রেনের ছাদ থেকে পড়ে নাঙ্গলকোটের ছামি উল্লাহ মিয়াজী (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছামি উল্লাহ মিয়াজী উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা মিয়াজী বাড়ির রহমতুল্লাহ মিয়াজীর ছোট ছেলে। শুক্রবার বিকেলে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ছাদে দাঁড়িয়ে কুমিল্লা থেকে ফেরার পথে ছামি উল্লাহ সহ ৬ জন রেললাইনের উপর দিয়ে যাওয়া ইন্টারনেটের তারে জড়িয়ে বিজয়পুর স্কুল সংলগ্ন মফিজ মিয়ার হোটেলের সামনে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় ছামি উল্লাহ মিয়াজীর মৃত্যু হয়। আহত অন্যরা হলেন, একই গ্রামের আলাউদ্দিন মজুমদার লিটনের ছেলে আনোয়ার হোসেন মজুমদার রাজু, জাফর আহমেদ মজুমদারের ছেলে রকি মজুমদার, আহত বাকি ৩ জনের নাম পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায মৃত্যু হওয়া ছামি উল্লাহ মিয়াজীর পারিবারিক সূত্র জানায়, ছামি’সহ একই গ্রামের ৩ যুবক কুমিল্লা কোটবাড়ি এলাকার ম্যাজিক প্যারাডাইস পার্ক থেকে ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ছাদে উঠে এ দুর্ঘটনার শিকার হন।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেনে ইন্টারনেটের তার জড়িয়ে বিজয়পুর এলাকায় ছয় যাত্রী পড়ে যান। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করে।