নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক মহামারি করোনায় ফের সুখবর দিলো বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ। দেশে দশ মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু হয়েছে আজ শুক্রবার। ইতোমধ্যে দেশে করোনা ভ্যাকসিন নিতে শুরু করেছে সারাদেশের মানুষ।
তবে স্বাস্থ্য বিবাগ ও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, করোনা টিকা নিলেন মাস্ক পড়া বাধ্যতামূলক। ফলে দেশে করোনা আক্রান্ত ও মৃ্ত্যুর সংখ্যা দিন দিন কমছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। এর আগে গত বছরের ৬ মে এর চেয়ে কম সেদিন মাত্র তিনজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এই ৫ জন নিয়ে মোট বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২৫৩ জনে।
আর একদিনে করোনা শনাক্ত হয়েছে আরও ৪০৪ জনের দেহে। এ নিয়ে বাংলাদেশে মোট ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হলো।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৪২২ বাংলাদেশি করোনামুক্ত হয়েছেন। বাংলাদেশে এ পর্যন্ত মোট ৪ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।