আরএন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোমবার (১২ ডিসেম্বর) ডিজিটাল বাংলাদেশ দিবস পালন উপলক্ষ্যে নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী, বঙ্গবন্ধুর স্মৃতি সৌধে ফুলের তোড়া প্রদান সহ পরিষদ সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। প্রগতিশীল প্রযুক্তি অন্তভূক্তিমূলক উন্নতি শীর্ষক আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান, সাংবাদিক আলম ফরাজী বক্তব্য রাখেন। এসময় নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল সহ প্রশাসনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।