ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জ ২৭ নং ওয়ার্ডের খালে বিশাল ২টি বোয়াল ধরা পড়েছে।
জেলার বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের মুরাদপুর খালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের প্রায় বিশাল ২ টি বোয়াল। মাছ দুইটি শিকার করেন এই গ্রামের মোবারক ও ইউসুফ মিয়া মঙ্গলবার (২৪ শে আগস্ট ) ভোরে বন্দর উপজেলার মুরাদপুর খালে ধরা পড়ে মাছ ২টি এর আগেও ২টি ১৫ কেজি ওজনের বোয়াল ধরা পরে।
স্থানীয়রা জানান, কয়েক দিনের তীব্র গরম চলছে এলাকায়। এরমধ্যে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি থামার পরই এই দুইজন মাছ ধরার সরঞ্জাম নিয়ে খালে মাছ ধরা শুরু করেন।
২০ কেজি ওজনের মাছ ২টি বাড়িতে আনার পর আশপাশের লোকজন দেখতে ভিড় করেন। পরে মাছটি কেটে নিজেরাসহ আত্মীয়স্বজন সবাই মিলে ভাগ করে নেন বলে জানান ইউসুফ মিয়া।
বর্তমান সময়টা মাছের প্রজনন মৌসুম। বৃষ্টি বা বজ্রপাত হলে মা মাছগুলো ডিম ছাড়ার জন্য নদী বা হাওরের স্রোতের বিপরীতে যায় থাকে। এ সময় মাছগুলো আশপাশের ছোট খাল-বিলে আশ্রয় নেয়। আর এতেই মাছ ধরার সুযোগ বেড়ে যায়।