নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানী ঢাকার আগারগাঁও-এ অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০-০০টায় এই মহড়া কার্যক্রম শুরু হয়। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল; নির্বাচন কমিশনারগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি, এনডিসি, পিএসসি, জি, এম ফিল মহোদয়; পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ মহড়ায় উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মহড়া বাস্তবায়নে নেতৃত্ব দেন। ঢাকার সহকারী পরিচালক, জোন কমান্ডার, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা-কর্মচারী এবং মোহাম্মদপুর ও নির্বাচন কমিশন ভবনের ভলান্টিয়ারগণ মহড়ায় অংশগ্রহণ করেন। খবর – ফায়ার সার্ভিস মিডিয়া সেল।